পটুয়াখালী‌তে পায়রা বন্দ‌রের মাস্টারপ্লান নি‌য়ে সে‌মিনার

এফএনএস (কাজল বরণ দাস; পটুয়াখালী) : | প্রকাশ: ২০ জুলাই, ২০২৫, ০২:৫১ পিএম
পটুয়াখালী‌তে পায়রা বন্দ‌রের মাস্টারপ্লান নি‌য়ে সে‌মিনার

পটুয়াখালী‌তে পায়রা বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে পায়রা বন্দরের মাস্টার প্ল্যান সম্পর্কিত একটি সেমিনার অনুষ্ঠিত হয়। র‌বিবার বেলা ১১টায় কুয়াকাটায় সিকদার হো‌টেল এন্ড রি‌সোর্টের কনফা‌রেন্স রু‌মে এ সে‌মিনার অনু‌ষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন। সেমিনারে বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর, সামরিক ও বেসামরিক সংস্থার উর্ধ্বতন কর্মকর্তাগণ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, বন্দর ব্যবহারকারী-অংশীজন, মাস্টারপ্ল্যান প্রণয়নকারী প্রতিষ্ঠান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডের রয়্যাল হাসকোনিং ডিএইচভি এর প্রতিনিধিগণ এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সেমিনারে স্বাগত বক্তব্য প্রদান করেন পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মাসুদ ইকবাল। 

অনুষ্ঠানে পায়রা বন্দরের মাস্টার প্ল্যান প্রকল্পের উপর সূচনা বক্তব্য উপস্থাপন করেন বুয়েট টিমের লিড কনসালটেন্ট অধ্যাপক ড. ইশতিয়াক আহমেদ। এরপর পায়রা বন্দরের মাস্টার প্ল্যান প্রকল্পের নেদারল্যান্ডসভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান রয়্যাল হাসকোনিং ডিএইচভি এর টিম লিডার মেনো মুইজ (গৎ. গবহহড় গড়ড়রল) মূল প্রবন্ধ উপস্থাপন করেন। বিকা‌লে দ্বিতীয় অ‌ধি‌বেশ‌নে প্রধান অ‌তি‌থি বক্ত‌্য রাখ‌বেন। 

আপনার জেলার সংবাদ পড়তে