ঝিকরগাছায় আ'লীগের সাবেক চেয়ারম্যান সহ গ্রেফতার ২

এফএনএস (মোঃ ইলিয়াস উদ্দিন; ঝিকরগাছা, যশোর) : | প্রকাশ: ২০ জুলাই, ২০২৫, ০২:৫৪ পিএম
ঝিকরগাছায় আ'লীগের সাবেক চেয়ারম্যান সহ গ্রেফতার ২

যশোরের ঝিকরগাছায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আওয়ামী লীগের ২ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৯ জুলাই) রাত ৮ টার দিকে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ঝিকরগাছা থানার ওসি নুর মোহাম্মদ গাজী।

পৃথক দুটি অভিযানে নির্বাসখোলা ইউনিয়নের সাদিপুর গ্রামের মৃত সিদ্দিক হোসেনের ছেলে নির্বাসকুলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বর্তমান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম (৬৫) এবং হাজিরবাগ ইউনিয়নের সোনাকুড় গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে তারিফ হোসেন (৪২) কে আটক করা হয়েছে। বর্তমানে আসামীরা থানা হেফাজতে আছে।

ঝিকরগাছা থানা অফিসার ইনচার্জ নুর মোহাম্মদ গাজী বলেন, আসামিদের বিরুদ্ধে মামলা আছে এবং তাদের বিরুদ্ধে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির সুনির্দিষ্ট অভিযোগ থাকায় তাদের আটক করা হয়েছে। বেলা ১১ঃ৩০ টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি চলছিল।

আপনার জেলার সংবাদ পড়তে