রাজধানীর উত্তরায় মাইলষ্টোন স্কুল এন্ড কলেজে বিমাণ বিধ্বস্তের ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় ঈদগাঁওয়ে পৃথক দোয়া ও শোক দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
প্রধান শিক্ষক গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এদিন রাস্ট্রীয় শোক হিসেবে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়। বিশেষ দোয়া ও মোনাজাত করেন সিনিয়র শিক্ষক মৌ: ফরিদুল আলম।
শোক সভায় বক্তার বলেন, এ ধরনের দুর্ঘটনা গোটা জাতিকে শোকস্তব্ধ করে দেয়। ভবিষ্যতে যেন এ ধরনের মর্মান্তিক ঘটনা এড়ানো যায়, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তারা।
এদিকে একই দিন বিকেলে সরকার ঘোষিত রাষ্ট্রীয় শোক দিবসের অংশ হিসেবে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে দোয়া, মোনাজাত ও এক মিনিট নীরবতা পালন করা হয়। বিমান বিধ্বংসের ঘটনায় বহু সংখ্যক কোমলমতি শিশু, শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ জনতা শহীদ হাওয়ায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সিরাজুল হকের উপস্থিতিতে ছাত্র- ছাত্রী ও শিক্ষকরা দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করে নিহতদের প্রতি সমবেদনা ও সম্মান জানান। মোনাজাত পরিচালনা করেন সহকারী শিক্ষক মাওলানা আবু বক্কর। মোনাজাতে নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের আশু সুস্থতা কামনা করেন।
এদিকে ঢাকায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রতি গভীর শোক, সমবেদনা ও দুঃখ প্রকাশ করেছে ঈদগাঁও প্রেস ক্লাব কর্তৃপক্ষ। এক বার্তায় সংগঠনটির সভাপতি মোঃ রেজাউল করিম ও সাধারণ সম্পাদক শেফাইল উদ্দিন সহ অন্যান্য কর্মকর্তা ও সাংবাদিকরা আহতদের দ্রুত আরোগ্য কামনা করে আহত ও নিহতদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান, আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করাসহ পুনর্বাসনের জোর দাবি জানান।