চন্দনাইশ উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা ধোপাছড়ি ইউনিয়নের মাধ্য দিয়ে বয়ে যাওয়া খালের উপর নির্মিত কাঠের সেতুটি ভেঙ্গে গেছে। প্রায় তিন মাস আগে ভারী বর্ষণে পাহাড় থেকে নেমে আসা পানির তোড়ে কাঠের সেতুটির মাঝখানে ভেঙ্গে যায়। বেশ কয়েকদিন অতিবাহিত হলেও কাঠের সেতুটি মেরামত করা হয়নি। ফলে খালের দুইতীরের বাসিন্দাদেরকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। অনেক কষ্ট করে জীবনের ঝুকি নিয়ে নৌকা দিয়ে পারাপর করছে সাধারণ মানুষ। সাবেক ইউপি মেম্বার ও বিএনপি নেতা মুজিবুল হক খোকা বলেন জনস্বার্থে ধোপাছড়ি খালের সেতুটি জরুরী ভিত্তিতে মেরামত করা দরকার। উক্ত ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লতিফা আক্তার বলেন খালের সেতুটি ভেঙ্গে যাওয়ার পরপরই সংশ্লিষ্ট কতৃপক্ষকে অবিহিত করা হলেও এখনো কাজ করার কোন উদ্যোগ নেয়া হয়নি। উপজেলা নিবার্হ অফিসার রাজিব হোসেন জানান নতুন অর্থ বছরের বরাদ্দ টাকা পাওয়া মাত্রই সেতু মেরামতের কাজ করা হবে।