টাঙ্গাইলে মাইলস্টোন স্কুল এন্ড কলেজের আহত ও নিহতদের জন্য দোয়া

এফএনএস ( টাঙ্গাইল ) : | প্রকাশ: ২৩ জুলাই, ২০২৫, ০৮:০৮ পিএম
টাঙ্গাইলে মাইলস্টোন স্কুল এন্ড কলেজের আহত ও নিহতদের জন্য দোয়া

ঢাকা মাইলস্টোন স্কুল এন্ড কলেজের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনায় ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত। বুধবার (২৩ জুলাই) দিগুলিয়া শহীদ মিজানুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন খান এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল সদর-৫ এর ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব অনুষ্ঠানে সুলতান সালাউদ্দিন টুকু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদের আলম রাশেদ, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিক, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক এ কে এম মনিরুল হক মনির, বিএনপি নেতা জাহিদ হোসেন মালা, সৈয়দ মনিরুজ্জামান জুয়েল, জেলা মহিলাদলের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মমতাজ করিম, জেলা ছাত্রদল আহ্বায়ক দুর্জয় হোড় শুভ প্রমুখ। অনুষ্ঠান শেষে বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে