মুক্তাগাছায় মুফতি হাবীবুর রহমানকে সংবর্ধনা

এফএনএস (মোঃ ফেরদৌস; মুক্তাগাছা, ময়মনসিংহ) : | প্রকাশ: ২৪ জুলাই, ২০২৫, ০৫:৫৯ পিএম
মুক্তাগাছায় মুফতি হাবীবুর রহমানকে সংবর্ধনা

ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মুফতি হাবীবুর রহমান-কে সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ খেলাফত মজলিস মুক্তাগাছা উপজেলা শাখা। বৃহস্পতিবার দুপুরে পৌর পাঠাগার মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা খেলাফত মজলিসের সভাপতি হযরত মাওলানা মুজিবুর রহমান। এ সময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসান জালালী, কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, ময়মনসিংহ জেলার সাধারণ সম্পাদক মাওলানা রেজাউল করিম। এতে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস মুক্তাগাছা উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা আব্দুল হালিম কাসেমী। অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথি ও খেলাফত মজলিসের প্রার্থী মুফতি হাবীবুর রহমান বলেন, এই দেশে ইসলাম প্রেমী মানুষ জেগে উঠেছে। তারা আর দুর্নীতিবাজ, স্বার্থান্বেষী রাজনীতি চায় না। আমরা খেলাফতের মাধ্যমে ইনসাফভিত্তিক সমাজ গঠনের দৃঢ় প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছি। আপনাদের দোয়া ও সহযোগিতা পেলে  আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, খেলাফত কেবল একটি দলীয় স্লোাগান নয়, এটি একটি জীবনব্যবস্থা। এখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য রয়েছে ইনসাফ, শান্তি ও নিরাপত্তা। এ দিকে অনুষ্ঠানের পূর্বে একই স্থানে খেলাফত মজলিস প্রশিক্ষণের আয়োজন করে। উপজেলার প্রতিটি ইউনিয়নের ৯০টি ওয়ার্ড থেকে প্রায় ৫শতাধিক প্রশিক্ষণার্থী অংশগ্রহন করে।

আপনার জেলার সংবাদ পড়তে