মুক্তাগাছায় মটর শ্রমিক ইউনিয়নের সভা

এফএনএস (মোঃ ফেরদৌস; মুক্তাগাছা, ময়মনসিংহ) : | প্রকাশ: ২৪ জুলাই, ২০২৫, ০৮:১৫ পিএম
মুক্তাগাছায় মটর শ্রমিক ইউনিয়নের সভা

মুক্তাগাছা উপজেলার মটর শ্রমিক ইউনিয়নের মৃত সদস্যদের বকেয়া কল্যাণ ও সাধারণ নির্বাচন প্রসঙ্গে কেন্দ্রীয় ও বিভিন্ন জেলার নেতৃবৃন্দ এবং সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা সভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকালে শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে মুক্তাগাছা উপজেলা মটর শ্রমিক ইউনিয়নের আহবায়ক কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে। মুক্তাগাছা উপজেলা মটর শ্রমিক ইউনিয়নের আহবায়ক কমিটি সদস্য রুহুল আমীন দারা'র সঞ্চালনায় মটর শ্রমিক ইউনিয়নের প্রধান আহবায়ক মোঃ সুলতান মাহমুদ বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি বজলুল ইসলাম। বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামালপুর মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আব্দুস সোবহান, নেত্রকোনা জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, টাঙ্গাইল জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক লাবু মিয়া, জামালপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, মুক্তাগাছা উপজেলা মটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক হান্নান, আহবায়ক কমিটির সদস্য সোহাগ মিয়া, হারুনুর রশিদ প্রমূখ।

অনুষ্ঠানে, আগামী নির্বাচন সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে নিয়ে ও মৃত সদস্যদের বকেয়া কল্যাণ প্রদানের বিষয়ে আলোচনা করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে