দৌলতপুরে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ

এফএনএস ( টাঙ্গাইল ) : | প্রকাশ: ২৬ জুলাই, ২০২৫, ০৩:২৮ পিএম
দৌলতপুরে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ

কুষ্টিয়ার দৌলতপুরে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।শনিবার  সকাল সাড়ে নয়টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে সমাজকল্যাণ মন্ত্রণালয় উদ্যোগে। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা সমাজ সেবা অধিদপ্তর ও মহিলা অধিদপ্তরের সহযোগিতায় অনুষ্ঠানটি দুটি পর্বে অনুষ্ঠিত হয়।প্রথম পর্বে ভিডিও কনফারেন্সে জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে লাখো কন্ঠে শপথ পাঠের কেন্দ্রীয় অনুষ্ঠানে সংযুক্ত এবং দ্বিতীয় পর্বে সমাজগঠনে নারী ও শিশুর সুরক্ষা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল হাই সিদ্দিকীর সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সোলায়মান শেখ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ আশরাফুল ইসলাম( পুলক), উপজেলা স্বাস্থ্য  ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ তৌহিদুল হাসান( তুহিন), উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মাহবুবুর রহমান,সাংবাদিক  মোঃসাইফুল ইসলাম( শাহীন), বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দৌলতপুরের সমন্বয়ক রকি আহমেদ,সমন্বয়ক আব্দুল হালিম (আকাশ)। অনুষ্ঠানে শিক্ষক ,সাংবাদিক,  সরকারি  বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ  বিভিন্ন সামাজিক সংগঠন, সংস্থার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে