বাংলাদেশ জামায়াতে ইসলামী হাটহাজারী উপজেলার ১২ নং চিকনদন্ডী ইউনিয়নের উদ্যোগে জুগিরহাট কাঁচা বাজার সড়ক সংস্কার করা হয়েছে। শনিবার সকালে জামায়াতের ইউনিয়ন সভাপতি এডভোকেট বরকত উল্লাহ কাইছারের নেতৃত্বে রাস্তা সংস্কার কাজ উদ্বোধন করেন হাটহাজারী উপজেলা জামায়াতের আমীর চট্টগ্রাম -৫ হাটহাজারী ও বায়েজিদ (আংশিক) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম।
এ সময় ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মোঃ আলমগীর হোসেন সহ স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য দীর্ঘদিন ধরে রাস্তাটিতে খাদা খন্দকের কারণে পানি জমে থেকে যান চলাচলা ও মানষের চলচলের অসুবিধাসহ জনদুর্ভোগে পরিনত হয়েছিল।
জামায়াতের নিজস্ব খরছে রাস্তাটি সংস্কার হওয়ায় স্থানীয় এলাকাবাসী দীর্ঘদিনের এ জনদুর্ভোগ থেকে মুক্তি পেয়ে জামায়াত নেতৃন্দকে ধন্যবাদ ও এ ধরণের কাজকে স্বাগত জানিয়েছেন।