নোয়াখালীতে ভুল চিকিৎসায় এক প্রসূতি মায়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে চৌমুহনী নাবিলা জেনারেল হাসপাতালে ।জানা গেছে, শুক্রবার দূর্গাপুর রাজারামপুর আরবআলী মেম্বার বাড়ির নুরনাহার আক্তার মিম (২০) প্রসব যন্ত্রণা নিয়ে নাবিলা জেনারেল হাসপাতালে ভর্তি হয়। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও ডাক্তার হাছিনা বেগম জরুরী ভাবে সিজার করার পরামর্শ দেয়। ডাক্তারের সিদ্ধান্ত অনুযায়ী তাকে সিজার করতে ওটিতে নেওয়া হয়। কিছুক্ষন পর মিমের অভিভাবকের কাছে ডাক্তার একটি মেয়ে বাবু এনে দেয়। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে রোগীর অবস্থা জানতে চাইলে তারা জানান বাচ্চার মা ভালো আছে কিন্তু তাকে দেখানো যাবে না।
কিছুক্ষণ পর হাসপাতাল কর্তৃপক্ষ জানায় রোগীর অবস্থা ভালো না তাকে জরুরি ভাবে কুমিল্লা সদর হাসপাতালে নিয়ে যেতে হবে। এ কথা শোনার পর রোগীর স্বজনরা প্রতিবাদ করলে হাসপাতাল কর্তৃপক্ষ রেগে যায় বলে তার স্বজনরা জানান।
রোগীর অবস্থা ভালো না দেখে তার মামা নূর হোসেন নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার জানান তিনি অনেক আগেই মারা গেছেন।
এদিকে মীমের মামা নূর হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, ডাক্তারের ভুল চিকিৎসায় তার ভাগ্নের মৃত্যু হয়েছে। ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা উত্তেজিত হয়ে শুক্রবার সন্ধ্যায় হাসপাতালের সামনে ভিড় জমালে প্রশাসন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেয়। পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও বেগমগঞ্জ সহকারি কমিশনার ভূমি মুরাদ ইসলাম হাসপাতাল থেকে সকলকে বের করে দিয়ে রাত ৯টায় হাসপাতালটি সিলগালা করে দেয়। এ বিষয়ে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আসিম কুমার দাস এর কাছে জানতে চাইলে তিনি জানান,ইতিমধ্যে নোয়াখালী সিভিল সার্জন অফিস একটি তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত সাপেক্ষে দোষী হলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিহত মীম'র মামা নূর হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন প্রশাসনের সামনে দিয়ে অপরাধীরা পালিয়ে গেলে ও তাদের আটক করা হয়নি।
অভিযোগের বিষয়ে হাসপাতালের মালিক ও ব্যবস্থাপনা পরিচালক ডাঃ হাসিনা বেগমকে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।