চাঁদপুর শহরের বকুলতলাস্থ রেলওয়ে কিন্ডারগার্টেন দীর্ঘদিন ধরে নানা সীমাবদ্ধতার মধ্যেই শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছিল। স্কুল ম্যানেজিং কমিটি, স্থানীয় ব্যবসায়ী, অভিভাবক ও শিক্ষকদের আন্তরিক সহযোগিতায় জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ টিনশেড ঘরে শিক্ষার্থীদের পাঠদান চলছিলো। অবকাঠামোগত দুর্বলতা থাকা সত্ত্বেও শুধুমাত্র শিক্ষার আলো জ্বালিয়ে রাখার প্রত্যয়ে প্রতিষ্ঠানটি বছরের পর বছর টিকে আছে শিক্ষকমণ্ডলী ও ম্যানেজিং কমিটির আন্তরিকতায়। সম্প্রতি ঘটে যাওয়া ভূমিকম্পে সেই ক্ষতিগ্রস্ত টিনশেড ঘরটি আরও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ফলে শিক্ষার্থীদের নিরাপত্তা ও শিক্ষা কার্যক্রম নিয়ে চরম উদ্বেগ তৈরি হয়। এই অবস্থায় স্কুলটির পাশে দাঁড়িয়েছে ইনার হুইল ক্লাব অব চাঁদপুর সেন্ট্রাল ও চাঁদপুর রোটারী ক্লাব। তারই প্রেক্ষাপটে রেলওয়ে কিন্ডারগার্টেনের পুনঃনির্মাণ ও সংস্কার কাজের জন্যে ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩২৮ বাংলাদেশ-এর উদ্যোগে একটি মেগা প্রজেক্টের উদ্বোধন করা হয়। ইনার হুইল ক্লাব অব চাঁদপুর সেন্ট্রালের উদ্যোগে এবং ডিস্ট্রিক্টের ১৯টি শাখার সম্মিলিত সহযোগিতায় এই উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। সাথে সহযোগিতার হাত সম্প্রসারণ করেছে চাঁদপুর রোটারী ক্লাব। শনিবার (১৭ জানুয়ারি ২০২৬ ) মধ্যাহ্নে উল্লেখিত মেগা প্রজেক্ট উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং ফিতা কেটে প্রজেক্টের উদ্বোধন করেন ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩২৮ বাংলাদেশ-এর চেয়ারম্যান জেসরিনা হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট সেক্রেটারি মাহমুদা বিশাখা সারা। এছাড়াও উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্টের সাবেক চেয়ারম্যান মনোয়ারা রহমান এবং ইনার হুইল ক্লাব অব ঢাকা ওয়েস্ট-এর সহ-সভাপতি রাশিদা ভূঁইয়া। চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাবের সভাপতি ডালিয়া খানমের সভাপতিত্বে এবং ফাহমিদা খানের সঞ্চালনায় এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার নাঈমা আফরোজ, রেলওয়ে কিন্ডারগার্টেন ম্যানেজিং কমিটির সভাপতি, দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব অ্যাডভোকেট ইকবাল- বিন-বাশার, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি মির্জা জাকিরসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন ইনার হুইল ক্লাব অব চাঁদপুর সেন্ট্রালের চার্টার সভাপতি ফাতেমা হোসেন লাভলী, সহ-সভাপতি আফরোজা পারভীন ও রওশন আরা আক্তার, সাবেক সভাপতি মাহমুদা খানম, মুক্তা পীযূষ, তাছলিমা সুলতানা মুন্নী, তাসনুভা রহমান তন্বী, মিতু আক্তার, আইপিপি নাসরিন আক্তার, কোষাধ্যক্ষ প্রীতি সাহা, এডিটর ফৌজিয়া পুতুল, সদস্য ডা. আসমা বেগম, নুরজাহান সেতু, মঞ্জু ঘোষসহ সংগঠনের অন্য সদস্যবৃন্দ। প্রজেক্ট উদ্বোধনের পর অতিথিরা ঘুরে ঘুরে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত স্কুল ঘরের বিভিন্ন অংশ পরিদর্শন করেন। এ সময় তাঁরা বলেন, এই পুনঃনির্মাণ ও সংস্কার কাজ সম্পন্ন হলে নতুনভাবে সুন্দর, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশে শিক্ষা কার্যক্রম পুনরায় চালু করা সম্ভব হবে। পাশাপাশি ভবিষ্যতেও এই শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তারা। স্থানীয় অভিভাবক ও সচেতন মহল মনে করেন, দীর্ঘদিন অবহেলিত ও ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা এবং উপর্যুপরি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত একটি শিক্ষাপ্রতিষ্ঠানকে নতুন করে গড়ে তোলার এই উদ্যোগ একটা প্রজন্মের ভবিষ্যৎ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইনার হুইল ক্লাব ও রোটারী ক্লাবের এই মানবিক সহায়তা সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।