অভয়নগরে কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ

এফএনএস (মল্লিক খলিলুর রহমান; অভয়নগর, যশোর) : | প্রকাশ: ২৮ জুলাই, ২০২৫, ০৫:৫১ পিএম
অভয়নগরে কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ

যশোরের অভয়নগরে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস (এসইডিপি) স্কিমের আওতায় ২০২২ ও ২০২৩ সালের উপজেলা শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরস্কার এবং উচ্চমাধ্যমিক সমাপনী পুরস্কার প্রাপ্য শিক্ষার্থীদের মধ্যে সার্টিফিকেট এবং ক্রেস্ট বিতরণ করা হয়েছে। সোমবার (২৮ জুলাই) সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে ২০২২ও২০২৩ শিক্ষাবর্ষের ৪০ জন শিক্ষার্থীদের   মাঝে এ পুরস্কার বিতরণ করা ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতিম শীলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা আঞ্চলিক পরিচালক প্রফেসর ড. মো. আনিস-আর-রেজা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- খুলনা আঞ্চলিক উপ পরিচালক মো. কামরুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন- নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মফিজুর রহমান দপ্তরি, অধ্যক্ষ মহিদুল ইসলাম টোকন, অধ্যক্ষ শাহাদত হোসেন, প্রধান শিক্ষক আব্দুল মান্নান, অভিভাবক প্রতিনিধি অনুপ কুমার বিশ্বাস, নওয়াপাড়া পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের সভাপতি এফ এম গিয়াস উদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষার্থীদের অভিভাবক, স্কুলকলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ,বিভিন্ন কলেজের অধ্যক্ষ, স্কুলের প্রধান শিক্ষক বৃন্দ।

এ সময় বক্তারা বলেন, শিক্ষার গুণগত মানোন্নয়নের পাশাপাশি ছাত্রছাত্রী ও সংশ্লিষ্টদের উৎসাহিত করতেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শিক্ষার্থীদের এমন স্বীকৃতি ভবিষ্যতে আরও ভালো ফলাফল ও নৈতিকতা অর্জনে অনুপ্রাণিত করবে। পুরস্কার প্রাপ্ত শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা জানান এরকম পুরস্কার ভবিষ্যতে

আপনার জেলার সংবাদ পড়তে