ঝিকরগাছায় জামাতের স্থানীয় নির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা

এফএনএস (মোঃ ইলিয়াস উদ্দিন; ঝিকরগাছা, যশোর) : | প্রকাশ: ৩১ জুলাই, ২০২৫, ১২:৪২ পিএম
ঝিকরগাছায় জামাতের স্থানীয় নির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা

যশোরের ঝিকরগাছা উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের নামের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছেন। সংগঠনের উপজেলা মিডিয়া ও আইন বিভাগের দায়িত্বশীল আবিদুর রহমান প্রেস রিলিজের মাধ্যমে বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে এ তথ্য জানান।

আগামী স্থানীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিকরগাছা উপজেলার ১১ টি ইউনিয়ন ও ১টি পৌরসভার চেয়ারম্যান এবং মেয়র পদ প্রার্থীদের নাম ঘোষণা করেছে।

প্রার্থীরা হলেন - ১ নং গঙ্গানন্দপুর ইউনিয়নে মাও সাইফুল ইসলাম, ২ নং মাগুরা ইউনিয়নে অঘোষিত, ৩ নং শিমুলিয়া ইউনিয়নে নুরুজ্জামান, ৪ নং গদখালী ইউনিয়নে মাও নজরুল ইসলাম খান, ৫ নং পানিসারা ইউনিয়নে মিজানুর রহমান লাল্টু, ৬ নং ঝিকরগাছা ইউনিয়নে মাওলানা আব্দুল আলিম, ৭ নং নাভারণ ইউনিয়নে জনাব জিয়াউল হক, ৮ নং নির্বাসখোলা ইউনিয়নে মাও মোঃ আনারুল ইসলাম, ৯ নং হাজিরবাগ ইউনিয়নে অধ্যাপক শফিকুর রহমান, ১০ নং শংকরপুর ইউনিয়নে আলহাজ্ব নেছার উদ্দিন,

১১ নং বাঁকড়া ইউনিয়নে এ্যাড. হাবিব কায়সার এবং

ঝিকরগাছা পৌরসভায় অধ্যাপক হারুন অর রশিদের নাম চূড়ান্ত করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে