চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা সদর পৌরসভার ২৫-২৬ অর্থ বছরের হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার রাজিব হোসেন পৌরসভা হলরুমে এ বাজেট ঘোষণা করেন। প্রস্তাবিত বাজেটে আয় রাজস্ব খাতে ৪ কোটি ৪৮ লক্ষ ৮৫ হাজার টাকা এবং উন্নয়ন খাতে ১৭ কোটি ৬৮ লক্ষ ১২ হাজার ৮শত টাকা ব্যয় ধরা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভা নির্বাহী কর্মকর্তা মো: মহসিন, সহকারী প্রকৌশলী রঞ্জিত দাশ,শিক্ষা কর্মকর্তা কবির হোসেন, উপজেলা প্রকৌশলী জুনাইদ আবছার চৌধুরী, প্রমুখ।