বরিশালে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালায় ঘোষিত জুলাইয়ের মায়েরা শীর্ষক অনুষ্ঠান, অভিভাবক সমাবেশ ও জুলাই নিয়ে নির্মিত চলচ্চিত্র প্রদর্শন করা হয়েছে।
শনিবার সকাল দশটায় জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জুলাইয়ের মায়েরা শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। অনুষ্ঠানের শুরুতে অতিথিরা জুলাইয়ের মায়েদের স্মৃতিচারণ মূলক কথা শোনেন। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় অতিথিরা জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন বিষয় তুলে ধরেন। সবশেষে ২০২৪ সালের জুলাই নিয়ে নির্মিত চলচ্চিত্র প্রদর্শন করা হয়েছে।