রাষ্ট্রীয়ভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে স্বীকৃতি দেয়ার জন্য জোর দাবি করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বরিশাল-১ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ- এ্যাব'র ঢাকা বিভাগের প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান।
বিগত ১৭ বছর নেতাকর্মীদের নিয়ে রাজপথে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অসংখ্যবার হামলা, মামলা ও কারাবরনকারী ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান তার বক্তব্যে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের প্রকৃত স্বাধীনতার ঘোষক। দেশের স্বাধীনতা অর্জনে তার ভূমিকা ঐতিহাসিকভাবে স্বীকৃত। তাই অনতিবিলম্বে তাকে রাষ্ট্রীয়ভাবে স্বাধীনতার ঘোষক হিসেবে স্বীকৃতি দেয়ার জোর দাবি করছি।
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) ঢাকা কেন্দ্রের আয়োজনে শনিবার (২ আগস্ট) বেলা ১১ টায় আইইবি মিলনায়তনে ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির আলোচনা সভা ও জুলাই শহীদ পরিবারবর্গকে সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ওই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বরিশাল-১ আসন থেকে নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবাহান জুলাই-আগস্টের আন্দোলনে সকল শহীদের বিদেহী আত্মার শান্তি কামনাসহ সকল আহতদের দ্রুত সুস্থ্যতা কামনা করে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠণ করতে পারলে সকল জুলাই-আগস্টের যোদ্ধাদের সঠিক মূল্যায়ন করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক মন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মো. হেলাল উদ্দিন তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহবায়ক প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক সহ অন্যান্য নেতৃবৃন্দরা।