তরুণ উদ্যোক্তার স্বপ্নে দুর্বৃত্তের হানা, হতাশায় ডুবেছে স্বপ্ন

এফএনএস (সৈয়দ সরোয়ার সাদী রাজু; ভূঞাপুর, টাঙ্গাইল) : | প্রকাশ: ৩ আগস্ট, ২০২৫, ০৩:২৯ পিএম
তরুণ উদ্যোক্তার স্বপ্নে দুর্বৃত্তের হানা, হতাশায় ডুবেছে স্বপ্ন

দু চোখে স্বপ্ন আর মনের অদম্য ইচ্ছা শক্তি নিয়ে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেছিলেন শাহিনুর রহমান শাহীন। শিক্ষিত হয়েও বেকার না থেকে আত্মনির্ভর হওয়ার লক্ষ্যে তিনি গড়ে তোলেন ব্রয়লার মুরগির খামার ও একটি কলা বাগান। কিন্তু সেই স্বপ্নে নেমে আসে দুর্বৃত্তের থাবা।

ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের বানীপাড়া গ্রামে। দুই বিঘা জমিতে রোপণ করা হয়েছিল প্রায় ২০০টি কলাগাছ। দিনরাত পরিশ্রম করে বাগানটি তৈরির পর যখন স্বপ্ন বাস্তবে রূপ নিচ্ছিল, ঠিক তখনই অজ্ঞাত দুর্বৃত্তরা রাতের আঁধারে কেটে ফেলে শতাধিক কলাগাছ। শুধু গাছ নয়, যেন কেটে ফেলা হয় এক তরুণের স্বপ্নও। ছিন্নভিন্ন করে ফেলে যাওয়া হয় গাছের পাতা, ডগা ও কাণ্ড।

এই ঘটনায় প্রায় এক লাখ টাকার ক্ষতির মুখে পড়েছেন শাহীন। তাঁর ভাষায়, “স্বপ্ন ছিল নিজের মাটিতেই দাঁড়িয়ে কিছু করবো। কিন্তু এই ঘটনায় আমি ভেঙে পড়েছি।”

স্থানীয়রা জানান, শাহীন একজন পরিশ্রমী ও সৎ যুবক। তাঁকে দেখে আরও অনেক তরুণ উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছিলেন। এলাকাবাসী এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে হেমনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. ওমর হোসেন মিয়া বলেন, “ঘটনার বিষয়টি আমরা খতিয়ে দেখছি। দোষীদের আইনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

শাহিনুরের স্বপ্নভঙ্গের এই ঘটনা শুধু একটি ব্যক্তিগত ক্ষত নয়, এটি একটি সংগ্রামী প্রজন্মের গল্প-যারা দেশপ্রেম ও ঘাম ঝরানো পরিশ্রমে নিজেদের ভবিষ্যৎ গড়তে চায়।

আপনার জেলার সংবাদ পড়তে