৩ আগস্ট ২০২৫ তারিখ সকাল সাড়ে আটটা থেকে বেলা বারোটা পর্যন্ত চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলায় চলমান এইচএসসি পরীক্ষা কেন্দ্রের সিস্টেম এবং শৃঙ্খলা পর্যবেক্ষণের জন্য আর্মি ক্যাম্পের একাধিক টিম।
যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত যৌথ অভিযানে চাঁদপুর সদর, ফরিদগঞ্জ,শাহরাস্তি ও হাজিগঞ্জ উপজেলার এইচএসসি পরীক্ষা কেন্দ্র সমূহের শান্তিপূর্ণ পরিবেশ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়। রোববারের পরীক্ষায় চাঁদপুরের কোথাও পরীক্ষা কেন্দ্রে অপ্রীতিকর কোন ঘটনা ঘটেনি।
অবৈধ কার্যক্রম দমনসহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
চাঁদপুর আর্মি ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।