চাঁদপুর শহরের রেলওয়ে এলাকায় সংঘটিত রাব্বি হত্যা মামলার প্রধান আসামি বিপ্লবকে গ্রেফতার করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। সোমবার ঢাকা থেকে তাকে গ্রেফতার করার পর চাঁদপুর নিয়ে আসা হয়েছে। চাঁদপুর মডেল থানার ওসি তদন্ত মিন্টু দত্তের নেতৃত্বে তাকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে বিপ্লবকে আদালতে তোলা হলে, আদালত তাকে কারাগারে পাঠানো নির্দেশ দেন এবং সাত দিনের রিমান্ড মঞ্জুর করে। পুলিশের জিজ্ঞাসাবাদে মামলার প্রধান আসামি বিপ্লব ঘটনার প্রকৃত তথ্য জানায় ও এর সাথে যারা জড়িত রয়েছে তাদের সকলের নাম ফাঁস করে পুলিশ সূত্রে জানা যায়।
গত ১৪ মে রাতে বাসা থেকে ডেকে নিয়ে নির্মমভাবে মারধর করে রাব্বিকে ফেলে রাখা হয় নির্জন স্থানে।খবর পেয়ে চাঁদপুর মডেল থানা পুলিশ তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়।সেখান থেকে ঢাকা মেডিকেলে রেফার করা হলে, একদিন আইসিইউতে থাকার পর ১৫ মে বিকেলে মারা যায় রাব্বি। পরে নিহত রাব্বির মা জেসমিন বেগম এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেন। এজাহারে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে আসামি করা হয়। মামলার পর পুলিশ একে একে সাতজন আসামিকে গ্রেফতার করে।তদন্তে উঠে আসে প্রধান আসামি হিসেবে বিপ্লবের নাম। মামলার দ্বিতীয় আসামি শাকিল রবিবার স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করলে তাকেও কারাগারে পাঠানো হয়েছে।
নিহত রাব্বির মা জেসমিন বেগম জানান, তাঁদের বুক খালি করে যারা ছেলেকে কেড়ে নিয়েছে, তাদের যেন বিচার এমন হয়-তাদের মায়েদের বুকও একদিন খালি হয়। তিনি আদালতের কাছে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।