বিধি বহির্ভূতভাবে বিভিন্ন অপারেশন পরিচালনা, এন্টিবায়োটিকসহ জীবন রক্ষাকারী ঔষধের যথেচ্ছ ব্যবহার, কোনো বিশেষজ্ঞ ডিগ্রি না থাকা সত্ত্বেও নিজেদের বিভিন্ন জটিল ও কঠিন রোগের বিশেষজ্ঞ বলে প্রচার করার অভিযোগে দুই পল্লী চিকিৎসককে ৫০ হাজার করে এক লাখ টাকা জরিমানা করেছে সাতকানিয়া উপজেলা প্রশাসন।
বুধবার (৬ আগস্ট) বিকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।
সূত্র জানায়, ভোক্তা অধিকার সংক্ষরণ আইন ২০০৯ এর অধীনে উপজেলার ঠাকুরদিঘীর পাড় এলাকার মসজিদ মার্কেটের মোহাম্মদ এহসান হাবীব ও ছমদিয়া পুকুর পাড় এলাকার সুকুমার দে নামে দুই পল্লী চিকিৎসককে এই অর্থদণ্ড প্রদানের পাশাপাশি ভবিষ্যতে এ ধরণের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার শর্তে অঙ্গীকারপত্র নেওয়া হয়।
এ সময় সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. মোহাম্মদ মোজাম্মেল হক উপস্থিত ছিলেন। অভিযানে সাতকানিয়া থানার পুলিশ ফোর্স ও আনসার টীম সার্বিক সহযোগিতা করেন।
সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান বলেন, "উপজেলায় কোনো অনিয়ম - প্রতারণা বরদাশত করা হবে না। জনস্বার্থে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।"