কালীগঞ্জে গবাদি প্রাণির খাদ্য ব্যবস্থাপনা এবং লালন পালন বিষয়ক সেমিনার

মোঃ আল-আমিন দেওয়ান; কালীগঞ্জ, গাজীপুর | প্রকাশ: ৭ আগস্ট, ২০২৫, ০৬:৩৩ পিএম
কালীগঞ্জে গবাদি প্রাণির খাদ্য ব্যবস্থাপনা এবং লালন পালন বিষয়ক সেমিনার
গাজীপুরের কালীগঞ্জে সিপি বাংলাদেশ কোং লিমিটেড এর গবাদি প্রাণির খাদ্য ব্যবস্থাপনা এবং লালন পালন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ আগষ্ট) সকালে কালীগঞ্জ পৌরসভার বড়নগর রোডস্থ রিনা এন্টারপ্রাইজ ব্যবসা প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজিত সেমিনারে বালীগাঁও, ঘোনাপাড়া ও চৌড়া এলাকার ৬০ জন খামারি অংশগ্রহণ করেন। সেমিনারে সিপি বাংলাদেশ কোং লিমিটেডের জেনারেল ম্যানেজার ডা. মো. শরিফুল ইসলাম আকন্দ আলোকপাত করেন। এই সময় অন্যান্যের মাঝে সেকশন ম্যানেজার ডা. রাজ আহমেদ, ফিডস এন্ড ব্রিড অফিসার ডা. আব্দুল্লাহ আল রাফি, কালীগঞ্জ আজমতপুর খান পোলট্রি ফিডের স্বত্ত¡াধিকারী আল-আমিন খান, কালীগঞ্জ পৌর রিনা এন্টারপ্রাইজের স্বত্ত¡াধিকারী আল-আমিন ফরাজী উপস্থিত ছিলেন। ডা. মো. শরিফুল ইসলাম আকন্দ জানান, সিপি ৯৭০ অল্প বয়স্ক বাছুরের রুমেনের কার্যক্রম উদ্দীপিত করতে সাহায্য করে। এটা খুবই রুচিকর, খাবার গ্রহণে উদ্দীপনা সৃষ্টিকারী, উচ্চ খাদ্য কার্যকারিতা এবং দৈহিক বৃদ্ধি সাধন করে। সিপি-৯৮১ খাদ্য খাওয়ানোর উপযুক্ত সময় হচ্ছে বাড়ন্ত বকনা বাছুর দৈহিক ওজন ১০০ কেজির উপর থেকে মোটাতাজা করণ পর্যন্ত। সিপি ভূষি মিক্রা সর্বোচ্চ মানের বিভিন্ন ধরণের ভূষি উপাদান, ভিটামিন ও মিনারেল দিয়ে তৈরি বাড়ন্ত, দুগ্ধবতী এবং মোটাতাজা করণ গরুর জন্য আদর্শ মিশ্রণ খাবার।
আপনার জেলার সংবাদ পড়তে