কক্সবাজার সফরের পর রাতের আঁধারে হোটেল ছাড়লেন এনসিপির পাঁচ নেতা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ৮ আগস্ট, ২০২৫, ০৩:৪৮ পিএম
কক্সবাজার সফরের পর রাতের আঁধারে হোটেল ছাড়লেন এনসিপির পাঁচ নেতা

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকীর দিনে আকস্মিক কক্সবাজার সফর ও পরে নানা রাজনৈতিক গুঞ্জনের জন্ম দিয়ে বৃহস্পতিবার (৭ আগস্ট) গভীর রাতে হোটেল ছেড়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র শীর্ষ পাঁচ কেন্দ্রীয় নেতা। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৩০ মিনিটের পর দুটি গাড়িতে করে তাঁরা কক্সবাজারের হোটেল ‘প্রাসাদ প্যারাডাইজ’ ত্যাগ করেন বলে নিশ্চিত করেছেন হোটেল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা।

হোটেলটির জেনারেল ম্যানেজার ইয়াকুব আলী জানান, এনসিপি নেতারা বেলা ১২টা পর্যন্ত হোটেল কক্ষ বুকিং রেখেছিলেন। বৃহস্পতিবার সকালে দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম স্ত্রী আয়শা খানমকে সঙ্গে নিয়ে ঘুরতে বের হন। জানা যায়, তাঁরা বান্দরবান যান, তবে রাতে আর হোটেলে ফেরেননি। দলের বাকি চার নেতা হোটেলেই অবস্থান করছিলেন। শেষ পর্যন্ত রাত সাড়ে ১২টার কিছু পরেই পাঁচজনই দুটি গাড়িতে করে হোটেল ত্যাগ করেন।

এর আগে, মঙ্গলবার (৫ আগস্ট) কক্সবাজার সফরে আসেন এনসিপির কেন্দ্রীয় পাঁচ নেতা— হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, তাসনিম জারা, নাসীরুদ্দীন পাটওয়ারী ও খালিদ সাইফুল্লাহ। তাঁদের সঙ্গে ছিলেন সারজিসের স্ত্রী আয়শা খানম। সফর শুরু থেকেই সামাজিক ও রাজনৈতিক মহলে নানা গুঞ্জনের জন্ম নেয়। এমনকি কিছু গণমাধ্যমে দাবি ওঠে, তাঁরা কক্সবাজারে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে গোপন বৈঠক করতে এসেছেন।

তবে এসব গুঞ্জনকে ‘ভিত্তিহীন’ ও ‘উড়ো খবর’ বলে উড়িয়ে দিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তাঁর ভাষায়, “মিডিয়ায় পিটার হাসের সঙ্গে আমাদের বৈঠকের খবর সম্পূর্ণ গুজব।” একইসঙ্গে, কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসীম উদ্দিন চৌধুরী এবং পুলিশ সুপার মো. সাইফ উদ্দিন শাহিন জানান, কক্সবাজারে পিটার হাস অবস্থান করছেন না এবং সী পার্ল হোটেলে তার থাকার কোনো রেকর্ড নেই। উক্ত হোটেলে তখন মাত্র তিনজন চীনা নাগরিক অবস্থান করছিলেন বলে জানা গেছে।

সফরের সময় এনসিপি নেতারা প্রথমে উখিয়ার ইনানীতে অবস্থিত ‘সী পার্ল রিসোর্ট’-এ এক রাত অবস্থান করেন। পরে বুধবার (৬ আগস্ট) দুপুর ১২টা ৪৫ মিনিটে তাঁরা ওই হোটেল ছেড়ে বিকেলে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টসংলগ্ন হোটেল প্রাসাদ প্যারাডাইজে ওঠেন।

এই সফর ও তাকে ঘিরে তৈরি হওয়া বিতর্কের পরিপ্রেক্ষিতে এনসিপি কর্তৃপক্ষ ওই পাঁচ নেতার কাছে ব্যাখ্যা চেয়ে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে বলেও দলীয় সূত্রে জানা গেছে।

আপনার জেলার সংবাদ পড়তে