চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় আশ্রয়ণ প্রকল্পে তালাবদ্ধ একটি ঘর থেকে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার হয়েছে। তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা। শুক্রবার (৮ আগস্ট) দুপুরে ফটিকছড়ি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রাঙামাটিয়া আশ্রয়ণ প্রকল্প থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। স্থানীয়রা জানান, নিহত আবুল মনছুর (৪৫) গ্রামে ঝাড়ফুঁক ও কবিরাজি করতেন। তার বাড়ি হারুয়ালছড়ি ইউনিয়নের কাজীরহাটে। তিনি আশ্রয়ণ প্রকল্পে একটি ঘর বরাদ্দ পেয়েছিলেন।তবে তার পরিবারের সদস্যরা ওই ঘরে থাকতেন না। মনছুর মাঝেমধ্যে এসে সেখানে লোকজনকে টাকার বিনিময়ে ঝাড়ফুঁক করতেন। ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর আহমদ জানান, আশ্রয়ণ প্রকল্পের একটি তালাবদ্ধ ঘর থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। প্রতিবেশীরা তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে মনছুরের গলাকাটা মরদেহ দেখতে পায়। এরপর তারা থানায় খবর দেন।তিনি বলেন, ‘প্রাথমিক তদন্তে জানতে পেরেছি, বুধবার রাতে তার ঘরে দুজন ব্যক্তি এসেছিলেন। ধারণা করা হচ্ছে, তাবিজ-কবচের জন্য তারা এসেছিলেন। এরপর থেকে ঘরটি তালাবদ্ধ অবস্থায় দেখেন প্রতিবেশীরা। সবাই ভেবেছিলেন, মনছুর ঘরে তালা দিয়ে চলে গেছে।’ওসি জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।