কাহারোলে আমন ধানের চারা রোপনে ব্যস্ত কৃষক

এফএনএস (মোঃ আব্দুল্লাহ; কাহারোল, দিনাজপুর) : | প্রকাশ: ১১ আগস্ট, ২০২৫, ০১:১৬ পিএম
কাহারোলে আমন ধানের চারা রোপনে ব্যস্ত কৃষক

দিনাজপুরের কাহারোল উপজেলা চলতি আমন মৌসুমে উপজেলায় আমন চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৫ হাজার ৩শত ৪০ হেক্টর জমিতে। এর মধ্যে সোমবার পর্যন্ত উপজেলায় হাইব্রিড-৪২৫ হেক্টর, স্থানীয়-৮০ হেক্টর ও উফশী জাতের ধান লাগানো হয়েছে ১৪ হাজার ২শত ২৪ হেক্টর জমিতে। মৌসুমের শুরুতে বৃষ্টির অভাবে সেচের মাধ্যমে আমন রোপন করে আসছিল কৃষক। মধ্য শ্রাবণে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ায় স্বাভাবিক ভাবে জমি রোপন করছেন আমন চাষীরা। ইতিমধ্যে রোপন কাজ প্রায় শেষ পর্যায়ে এসেছে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী সোমবার পর্যন্ত ৯০ শতাংশ আমন ধানের চারা রোপন কাজ সম্পন্ন হয়েছে। এদিকে পযাপ্ত পরিমাণ নন-ইউরিয়া সার সরবারহ কম থাকায় কৃষকেরা সার প্রয়োজনে বিসিআইসি সার ডিলারদের দোকানে লম্বা লাইনে দাড়িয়ে সার ক্রয় করছেন। উপজেলার বলরামপুর গ্রামের সরিফুল ইসলাম দুই ভাই মিলে ১০ বিঘা জমিতে বিনা ধান-৩৪ আবাদ করছেন। ধান লাগানো শেষ করেছেন আজকে সোমবার। কিন্তুু সার না পাওয়ার কারণে বিনা সারে ধান লাগাতে হয়েছে বলে জানিয়েছেন। কাহারোল উপজেলা কৃষি কর্মকর্তা মল্লিকা রানী সেহানবীশ বলেন, রাসায়নিক সার বিতরণে কোনো প্রকার অনিয়ম যেন না হয় সেই ব্যাপারে ডিলারদের প্রতি রয়েছে সংশ্লিষ্ঠ বিভাগের নজরদারী। এই কৃষি কর্মকর্তা আরোও বলেন কৃষকদের আমন চাষে উৎসাহিত করা হচ্ছে। মাঠ পর্যায়ে কৃষকদের সকল প্রকার পরামর্শ দিচ্ছেন কৃষি বিভাগ।

আপনার জেলার সংবাদ পড়তে