চট্টগ্রাম নগরের বন্দর থানার সল্টগোলা ক্রসিং এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরতে অভিযান চালানোর সময় এক পুলিশ কর্মকর্তাকে উপর্যুপরি কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। সোমবার (১১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে ইশান মিস্ত্রি হাট সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। আহত ওই পুলিশ কর্মকর্তার নাম আবু সাঈদ রানা। তিনি বন্দর থানার উপ-পরিদর্শক হিসেবে কর্মরত রয়েছেন।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সল্টগোলা এলাকায় একটি ঝটিকা মিছিল করে আওয়ামী লীগ ও দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পরবর্তীতে পুলিশ খবর পেয়ে গ্রেপ্তারে অভিযান চালানোর সময় উপপরিদর্শক আবু সাঈদ রানাকে এলোপাতাড়ি কোপানো হয়। পরবর্তীতে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। এদিকে, ঘটনার পরপরই পুলিশ ও সেনাবাহিনী এলাকাজুড়ে যৌথ অভিযান শুরু করে। এ ঘটনায় পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অন্যদিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের ক্ষোভ প্রকাশ করতেও দেখা গেছে। স্থানীয় বিএনপির একজন নেতা বলেন, 'সন্ত্রাসীদের দল আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখনো বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে আছে। যার প্রমাণ আজকের এই মিছিল। নিষিদ্ধ এই দলের সন্ত্রাসীরা পুলিশ কর্মকর্তার ওপর নৃশংস হামলা চালিয়েছে। আমরা অবিলম্বে এসব সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানাই।'চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বন্দর জোনের সহকারী কমিশনার মাহমুদুল হাসান দিবাগত রাত ৩টার দিকে বলেন, ‘আমরা অভিযানে রয়েছি এখনো। আমাদের একজন অফিসার গুরুতর আহত হয়েছেন। অভিযান শেষে সকালে বিস্তারিত জানানো হবে।’