চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় অভিযান চালিয়ে ২টি ভেসাল -বেহুন্দী জাল ও ১০৮টি চায়না দুয়ারী চাই জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট -২০২৫)উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, মঙ্গলবার (১২ আগস্ট -২০২৫)সকাল ১০:০০ হতে বেলা ০১:০০ ঘটিকা পর্যন্ত উপজেলার মেঘনা নদীর ষাটনল, দশানী, মোহনপুর, বাহাদুরপুর, সটাকীসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১ টি বেহুন্দী জাল, ১ টি ভেসাল জাল, ২ টি পাঙ্গাসের পোনা ধরার চাঁই, ১০৬ টি চায়না দুয়ারী চাঁই জব্দ করা হয়। জব্দকৃত জাল ও চাই পুড়িয়ে বিনষ্ট করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস, মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির উপ পুলিশ পরিদর্শক মো: কামরুজ্জামান। সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস জানান, জাল ও চাই পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।