দিনাজপুরের গুরুত্বপুর্ন ডুগডুগি হাট-বাজারে সাবেক ইজারাদার অবৈধভাবে বাজার গলি দখল করে ঘর নির্মান ও বিক্রির অভিযোগ উঠেছে। গলি বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে ক্রেতা-বিক্রেতারা। এতে করে বন্ধ হয়ে যায় প্রায় ৫০টির বেশি ব্যবসা প্রতিষ্ঠান। ব্যবসায়ীরা জানান, এই গলিটি বাজারের প্রধান সংযোগ পথ হওয়ায় প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করতেন। কিন্তু গলি দখল করে দোকান নির্মান করার কারনে বাজারে আসা মানুষের দুর্ভোগ বেড়ে চলেছে। ভুক্তভোগী ব্যবসায়ীরা অভিযোগ করে জানান, সাবেক ইজারাদার ও বাজার কমিটির উদাসিনতা এবং স্থানীয় প্রভাবশালীদের আশ্রয় প্রশ্রয়ে এই দখলদারি চলছে। এ বিষয়ে বাজার ইজারাদার মোফাজ্জল হোসেন প্রধান বলেন, আমি ডুগডুগি বাজার ইজারা নেওয়ার পর এই বাজারের ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন সাবেক ইজারাদার অবৈধভাবে দখল করে উক্ত গলিতে কিছু দোকান নির্মান করে বিক্রি করে দেয়। এর ফলে এই এলাকার প্রায় ৫০টির অধিক দোকান বন্ধ হয়ে যায়। ব্যবসায়ীদের ব্যবসা বন্ধ হওয়ায় তারা মানবেতর জীবন যাপন করছেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউ এন ও) রফিকুল ইসলাম জানান, বিষয়টি আমার জানা নেই বা কেউ অভিযোগ করেনি। বাজারের গলি দখল করে দোকান-পাট নির্মানের কোনো নিয়ম নেই। অভিযোগ পেলে আমি ব্যবস্থা নিব।