দীর্ঘ ১৭ বছর পর বরিশালের গৌরনদীতে প্রকাশ্যে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে তার সুস্থ্যতা কামনায় দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) বাদ মাগরিব গৌরনদী পৌরসভা ৮ নম্বর ওয়ার্ডের দিয়াশুর গ্রামের বিএনপির নেতাকর্মীরা স্থানীয় বিএনপির কার্যালয়ে এ কর্মসূচী পালন করেছেন। দোয়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক শামিম খলিফা, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক জাকির হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সরোয়ার হোসেন পান্নু, ৮ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা রুমিজ প্যাদা, রিয়াজ প্যাদা, দেলোয়ার হোসেন, খোকন ফকির, হান্নান প্যাদা, নয়ন হাওলাদারসহ স্থানীয় বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।