সোনারগাঁয়ে সাংবাদিক কর্মশালা অনুষ্ঠিত

এফএনএস (ফজলে রাব্বী সোহেল; সোনারগাঁও, নারায়ণগঞ্জ) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ২৩ ডিসেম্বর, ২০২৪, ০২:৪৪ এএম
সোনারগাঁয়ে সাংবাদিক কর্মশালা অনুষ্ঠিত

সোনারগাঁয়ে দিনব্যাপী সাংবাদিক কর্মশালা গতকাল রবিবার উপজেলার চরাঞ্চল নুনেরটেক লালপুরী মঞ্জিল কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। নূর লাল ফাউন্ডেশনের সহযোগীতায় প্রস্তাবিত বাংলাদেশ-কানাডা মিডিয়া টেকঃ বিশ্ববিদ্যালয় এই কর্মশালার আয়োজন করে। কর্মশালার উদ্ধোধনী অনুষ্ঠানে নূর লাল ফাউন্ডেমনের চেয়ারম্যান কানাডা প্রবাসী সাংবাদিক ফজল মুহাম্মদের সভাপতিত্বে ও তরুন সাংবাদিক নেতা ইসরাফিল ফরাজির সঞ্চালনায় বক্তব্য রাখেন টিআরটি ওয়ার্ল্ড (তুরস্ক) টিভির বাংলাদেশ প্রতিনিধি কামরুজ্জামান বাবলু, যমুনা টিভির বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহ তুহিন, ঢাকা সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি সাইয়েদ রাফে সামনান, চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার আক্তার হাবিব প্রমুখ। সভাপতির বক্তব্যে নূর লাল ফাউন্ডেমনের চেয়ারম্যান সাংবাদিক ফজল মুহাম্মদ বলেন, অদৃশ্যমান উপনিবেশিক পরাশক্তি আর মোদীর হিন্দুত্ববাদী অপশক্তির মোকাবিলায় আমাদের কলম সৈনিকদের অগ্রনী ভূমিকা রাখতে হবে।  কর্মশালায় বিভিন্ন জাতীয় দৈনিক এবং টিভি চ্যানেলের তরুন সাংবাদিকরা অংশগ্রহন করেন। 

আপনার জেলার সংবাদ পড়তে