ছাত্রলীগ সন্দেহে

চাঁদপুরে জুলাই আগস্ট ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলা, জখম ১

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ১৬ আগস্ট, ২০২৫, ০৬:০৯ পিএম
চাঁদপুরে জুলাই আগস্ট ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলা, জখম ১

চাঁদপুর শহরে ছাত্রলীগ সন্দেহে জুলাই আগস্ট ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলা ও ১৫ই আগস্ট উদযাপনের মিউজিক পার্টি'র সরঞ্জাম ভাঙচুরের অভিযোগ উঠেছে। শুক্রবার রাত সাড়ে দশটার সময় চাঁদপুর জেলা আওয়ামী লীগের ভঙ্গুর কার্যালয়ের সামনে এই হামলার ঘটনা ঘটে। এ সময় আরিয়ান আহমেদ সায়েম নামে একজন শিক্ষার্থীকে রক্তাক্ত জখম করা হয়। তাকে সহযোদ্ধারা উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করেন। 

খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। জুলাই আন্দোলনে থাকা ছাত্রদের উপর হামলার খবর পেয়ে চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট সলিমুল্লা সেলিমসহ নেতৃবৃন্দও সেখানে যায় এবং উত্তপ্ত পরিস্থিতি শান্ত রাখার ভূমিকা রাখেন।  


স্থানীয় সূত্রে জানা যায়, গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাবার এক বছর শুক্রবার ছিল ১৫ ই আগস্ট। এই দিনটি উদযাপনে পরিত্যক্ত চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ের নিচতলায় মিউজিক পার্টির আয়োজন করে জুলাই  আন্দোলনের কিছু ছাত্র জনতা। এ সময় এনসিপির কয়েকজন নেতাও উপস্থিত ছিলেন। সাড়ে নয়টার পর সেখানে গান বাজিয়ে জয় বাংলা, জিতবে এবার নৌকা আওয়ামী লীগের জনপ্রিয় সেই গানটিসহ "পালিয়েছে, শেখ হাসিনা পালিয়েছে" রঙ্গিন আলোয় ঝলমল  মিউজিক পার্টি করে তারা।


বিপরীতে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ছাত্রলীগ অবস্থান নিয়েছে এবং ফ্যাসিষ্ট আওয়ামী লীগের কারা গান বাজাচ্ছে।


এমন খবরে ফ্যাসিবাদকে প্রতিহত করতে সেখানে জড়ো হয় ছাত্রদল যুব দলের  নেতাকর্মীরা। এক পর্যায় উত্তেজনার থেকে ওই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত  কোন অভিযোগ বা মামলা হয়নি বলে থানা সূত্রে জানা যায়। 


এদিকে,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি ফেইসবুক পেজ তারা লিখেন -জুলাই আগষ্ট বিপ্লবী গণঅভ্যুত্থানে চাঁদপুর এর সম্মুখ সারির যোদ্ধা আরিয়ান আহমেদ সায়েম এর উপর হামলা করেছে জাতীয়তাবাদী সুবিধাবঞ্চিত যুবদলের কিছু সন্ত্রাসী।  ১৫ আগষ্ট শেখ মুজিবের শোক দিবসের বিপরীতে আওয়ামী কার্যালয়ে সাবেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও জনতার প্রোগ্রামে হামলা ও ভাংচুর চালায় তারা! প্রশাসনের নিকট দ্রুত তাদের গ্রেফতার করার দাবি জানাচ্ছি।


আপনার জেলার সংবাদ পড়তে