সংসদীয় আসনের সীমানা নিয়ে শুনানি শুরু ২৪ আগস্ট

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১৮ আগস্ট, ২০২৫, ০৩:৪৯ পিএম
সংসদীয় আসনের সীমানা নিয়ে শুনানি শুরু ২৪ আগস্ট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে দাবিনামা, আপত্তি ও পরামর্শের শুনানি শুরু হচ্ছে রোববার (২৪ আগস্ট)। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে চার কমিশনার ও ইসির সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে এ শুনানি অনুষ্ঠিত হবে। চলবে বুধবার (২৭ আগস্ট) পর্যন্ত।

ইসি সূত্রে জানা গেছে, সর্বমোট এক হাজার ৭৬০টি দাবি-আপত্তি শুনানি করা হবে। এর মধ্যে কেবল কুমিল্লা অঞ্চল থেকেই এসেছে সর্বাধিক ৬৮৩টি আবেদন। সবচেয়ে কম আবেদন জমা পড়েছে রংপুর অঞ্চলে, মাত্র সাতটি। একক আসনের মধ্যে কুমিল্লা-১ থেকে এসেছে সর্বোচ্চ ৩৬২টি আবেদন। এছাড়া পিরোজপুর-১, ২ ও ৩ আসন থেকে আবেদন পড়েছে ২৮৭টি এবং সিরাজগঞ্জ-৫ ও ৬ আসন থেকে এসেছে ২২০টি আপত্তি।

শুনানির সূচি অনুযায়ী, রোববার (২৪ আগস্ট) কুমিল্লা অঞ্চল ও আশপাশের আসনগুলোর আবেদন শোনা হবে। সোমবার (২৫ আগস্ট) খুলনা, বরিশাল ও চট্টগ্রাম অঞ্চলের শুনানি হবে। মঙ্গলবার (২৬ আগস্ট) ঢাকা অঞ্চলের আবেদন পর্যালোচনা করা হবে। আর বুধবার (২৭ আগস্ট) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ফরিদপুর ও সিলেট অঞ্চলের আবেদন শুনানি করা হবে।

এর আগে গত ৩০ জুলাই ৩০০ আসনের সীমানা পুনর্নির্ধারণের খসড়া প্রকাশ করে ইসি। সেখানে ভোটারসংখ্যার ভারসাম্য আনার জন্য গাজীপুরে একটি আসন বাড়িয়ে ছয়টি করার প্রস্তাব দেওয়া হয়। অপরদিকে বাগেরহাটের চারটি আসন কমিয়ে তিনটি করার প্রস্তাব করা হয়। এছাড়া ৩৯টি আসনের সীমানায় ছোটখাটো পরিবর্তন আনা হয়।

ইসির হিসাব অনুযায়ী, গড়ে একটি আসনে ভোটার ধরা হয়েছে চার লাখ ২০ হাজার ৫০০ জন। এ মানদণ্ডে গাজীপুরের ভোটারসংখ্যা বেড়ে যাওয়ায় সেখানে একটি আসন যুক্ত করা হয়। বিপরীতে বাগেরহাটে ভোটারসংখ্যা গড়ের নিচে নেমে যাওয়ায় একটি আসন কমানো হয়েছে।

ইতিহাস ঘেঁটে দেখা যায়, কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন সর্বশেষ দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে ১০টি আসনের সীমানা পুনর্নির্ধারণ করেছিল। ২০১৮ সালে নূরুল হুদার নেতৃত্বাধীন কমিশন পরিবর্তন আনে ২৫টি আসনে। এর আগে ২০১৩ সালে রকিবউদ্দীন আহমদ কমিশন ৮৭টি আসনের সীমানা নতুন করে নির্ধারণ করে। আর ২০০৮ সালে শামসুল হুদার নেতৃত্বে সবচেয়ে বড় পরিবর্তন হয়—১৩৩টি আসনের সীমানায়।

এবারের শুনানি শেষে আবেদনগুলো পর্যালোচনা করে কমিশন দ্রুতই চূড়ান্ত সীমানা প্রকাশ করবে বলে জানা গেছে।

আপনার জেলার সংবাদ পড়তে