কালিয়াকৈরে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

আব্দুল আলিম অভি; কালিয়াকৈর, গাজীপুর | প্রকাশ: ১৯ আগস্ট, ২০২৫, ১১:২৫ এএম
কালিয়াকৈরে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
কালিয়াকৈরে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি " অভয়াশ্রম গড়ে তুলি,দেশী মাছে দেশ ভরি" এ প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত হয়েছে।কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র‌্যালি, পোনা অবমুক্তি, শুভ উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। সোমবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন ঘোষনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহমেদ। পরে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার কাউছার আহমেদ সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হুদা সঞ্চালনায় অন্যদের বক্তব্য রাখেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মিজানুর রহমান। এছাড়া মৎস্য চাষী, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, শিক্ষকসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা জানান দেশী মাছ পেতে হলে আগে সাধারণ মানুষদের সচেতন হতে হবে। কারণ মা মাছ কে যদি ডিম সহ মেরে ফেলা হয় তাহলে সেটা বংশবৃদ্ধি করতে পারেনা।এছাড়াও দেশী মাছের রেণু ধ্বংসকরা চায়না দুয়ারী জাল ব্যবহারে সবাইকে বিমুখ হতে হবে।
আপনার জেলার সংবাদ পড়তে