রাজবাড়ীর বালিয়াকান্দি বাজারে মঙ্গলবার (১৯ আগস্ট) ভোর ৬টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত বাজার কমিটি ঘোষিত অর্ধদিবস হরতাল পালিত হয়েছে।
বালিয়াকান্দি বাজার বণিক সমিতির উপদেষ্টা ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার মশিউল আযম চুন্নু, সমিতির সদস্য উজ্জল দাস এবং বাজারের তিনজন ব্যবসায়ি নাজমুল হাসান বিপু, সোহেল শেখ ও নান্নু বিশ্বাসের নামে আদালতে চাঁদাবাজির মামলা দায়েরের প্রতিবাদে এই অধদিবস হরতাল পালিত হয়।
বাজার কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক জানান, বালিয়াকান্দির বাসিন্দা ইতালী প্রবাসী মাসুম শেখের স্ত্রী পলি আক্তার বাদি হয়ে সোমবার (১৮ আগস্ট) রাজবাড়ী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বালিয়াকান্দি আমলী আদালতে বর্তমান বাজার কমিটির উপদেষ্টা ও একজন সদস্য এবং বাজারের তিনজন ব্যবসায়িসহ ৮ জনের নামে চাঁদাবাজির মামলা দায়ের করেন। মূলত মামলাটি মিথ্যা ও বানোয়াট। ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য মাসুম শেখ তার স্ত্রীকে দিয়ে মিথ্যা মামলা দায়ের করিয়েছেন।
এই মামলা প্রত্যাহারের দাবিতে তারা মঙ্গলবার বাজারের সকল দোকান বন্ধ রাখার কর্মসূচি পালন করেছেন। এতে সকল ব্যবসায়ি স্বত:স্ফুর্ত ভাবে দোকান বন্ধ রেখেছিল।
এ ব্যাপারে মামলার বাদি পলি আক্তার বলেন, এটা ভিত্তিহীন ও মিথ্যা হলে কি মামলা করতাম। আমার স্বামী দেশের বাইরে থাকে। দুইদিনের জন্য বেড়াতে আসে। আসামিরা পরিকল্পিত ভাবে আমার স্বামীর ওপর হামলা করে এবং চাঁদা দাবি করে। আপনারা (সাংবাদিকরা) গিয়ে খোঁজ নেন।
চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে বাজার কমিটির উপদেষ্টা মশিউল আযম চুন্নু বলেন, আওয়ামীলীগের আমলে তিনি ৪৮ টি মামলার আসামী। তাকে রাজনৈতিক ভাবে হেয় করার উদ্দেশ্যে মাসুম শেখ ফ্যাসিবাদীর এজেন্ডা বাস্তবায়ন করতে মাঠে নেমেছে। যাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দিয়েছে তারা কেউ বাদি ও মাসুমের সাথে কখনোই কথাই বলেনি। মামলার বাদীর সাথে তাদের তিন বছর ধরে দেখাও হয়না বলে তিনি মন্তব্য করেন।
ওসি জামাল উদ্দিন জানান, হরতালকে ঘিরে আইনশৃঙ্খলাবাহিনী সতর্ক অবস্থানে ছিল। কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।