ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা আজ (বুধবার, ২০ আগস্ট) শেষ হচ্ছে। বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারবেন। নির্বাচনের ইতিহাসে এবারও নানা শিক্ষার্থী সংগঠন ও স্বতন্ত্র প্রার্থীদের অংশগ্রহণে জমজমাট প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলছে।
এর আগে মনোনয়নপত্র সংগ্রহের শেষ তারিখ ১৮ আগস্ট নির্ধারিত থাকলেও পরে তা একদিন বাড়িয়ে ১৯ আগস্ট পর্যন্ত করা হয়। একইভাবে জমা দেওয়ার শেষ তারিখও একদিন বাড়ানো হয়। মনোনয়ন যাচাই-বাছাই শেষে বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর ১টায় চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করার কথা রয়েছে।
ডাকসুর এবারের নির্বাচনে সবার আগে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির। তাদের প্যানেলে আন্দোলনে আহত শিক্ষার্থীদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। বাম সংগঠনগুলোর সমর্থিত প্রতিরোধ পর্ষদ ইতোমধ্যেই তাদের তালিকা প্রকাশ করেছে। ছাত্র অধিকার পরিষদ ও গণতান্ত্রিক ছাত্র সংসদও আংশিক বা পূর্ণাঙ্গ প্রার্থী ঘোষণা করেছে।
অন্যদিকে, শেষদিনে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে ছাত্রদল। একই দিনে উমামা নেতৃত্বাধীন প্যানেল, আব্দুল কাদের-বাকের নেতৃত্বাধীন প্যানেল, জামালুদ্দিন খালিদ-মাহিন সরকার নেতৃত্বাধীন প্যানেল এবং ইসলামী ছাত্র আন্দোলন সমর্থিত প্যানেলের ঘোষণা আসবে বলে জানা গেছে।
প্যানেলভিত্তিক প্রতিদ্বন্দ্বিতার বাইরে স্বতন্ত্র প্রার্থী হিসেবেও অনেকেই এগিয়ে আসছেন। ইংরেজি বিভাগের শিক্ষার্থী শামীম হোসেন এবং সাবেক ছাত্রলীগ নেতা জুলিয়াস সিজারসহ একাধিক প্রার্থী ইতোমধ্যেই মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়ায় যুক্ত হয়েছেন।
ডাকসুর ২৮টি পদের বিপরীতে এবার মোট ৬৫৮টি মনোনয়নপত্র কেনা হয়েছে। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের ১৮টি হল সংসদ নির্বাচনের জন্য ১ হাজার ৪২৭টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। এর মধ্যে সর্বাধিক ১১২টি মনোনয়ন বিক্রি হয়েছে ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে এবং সর্বনিম্ন ৩৩টি বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে।
তফসিল অনুযায়ী, ভোটগ্রহণ হবে সোমবার (৯ সেপ্টেম্বর)। সেদিন সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে এবং একই দিনে ফলাফলও ঘোষণা করা হবে। এবারের নির্বাচনে মোট ভোটার ৩৯ হাজার ৭৭৫ জন; এর মধ্যে ছাত্র ২০ হাজার ৮৭১ জন এবং ছাত্রী ১৮ হাজার ৯০২ জন।
রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী, একজন প্রার্থী একাধিক মনোনয়নপত্র জমা দিতে পারবেন, তবে চূড়ান্তভাবে কেবল একটি পদেই প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। নির্দিষ্ট সময়ে অন্য পদ থেকে মনোনয়ন প্রত্যাহার না করলে সব মনোনয়নপত্র বাতিল বলে গণ্য হবে।