নীলফামারীর সৈয়দপুরে চতুর্দশ শতাব্দীর মোজাদ্দেদ,ইমামে আহলে সুন্নাত,আ’লা হযরত ইমাম আহমদ রেযা খান বেরলভী (র:) এর ১০৭তম পবিত্র উরস শরিফ বিভিন্ন মসজিদে মসজিদে পালিত হয়েছে।
এ উপলক্ষে ১৯ আগস্ট এশার নামাজের পর থেকে রাত পর্যন্ত ঐতিহাসিক চিনি মসজিদ, গোলাহাট রেলওয়ে কলোনী জামে মসজিদ, বায়তুল মেরাজ জামে মসজিদ,আল-আকশা জামে মসজিদ,বায়তুল মামুর মসজিদ,গাউসিয়া মসজিদ,শাহ আউলিয়া জামে মসজিদ,জামে রিজভীয়া মসজিদ, উত্তরা আবাসন মসজিদ, ফায়জানে বেলাল মসজিদসহ অন্যান্য মসজিদ, বিভিন্ন খানকাহ মাদ্রাসা ও সুফীবাদী সামাজিক সংগঠন আলা হযরত ইমাম আহমেদ রেজা (রহ:) জ্ঞান ও ইসলামের সঠিক আক্বিদার হিফাজদ ও খেদমতে তাঁর অবদানের উপর আলোচনা করেন। এ সময় বিভিন্ন মসজিদে আলা হযরতের আশিকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।
নিজ নিজ মসজিদে এ বিষয়ে আলোচনা করেন ঐতিহাসিক চিনি মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা শাহেদ রেজা রিজভী, নাত পরিবেশন করে সুপ্রসিদ্ধ নাতখাঁ হায়দার এমাদী, হাফেজ মাওলানা আরিফ রেজা, গোলাহাট রেলওয়ে কলোনী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোমিনুল ইসলাম নুরী রিজভী, গাউসিয়া মসজিদের ইমাম ও খতিব হাফেজ ও মাওলানা রিদওয়ান আল কাদেরী জিলানী, বায়তুল মেরাজ মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহজাদা আশরাফী, জামে রিজভীয়া মসজিদের ইমাম ও খতিব মাওলানা ইমরান হাবিব আশরাফী, উত্তরা আবাসন জামে মসজিদের ইমাম ও খতিব মোরশিদুর ইসলাম নুরী রিজভী, বায়তুল মামুর মসজিদের ইমাম ও খতিব হাফেজ আব্দুল ওয়াহেদ আশরাফী, আল আকশা মসজিদের ইমাম ও খতিব মাওলানা কাউসার মাদানী,শহরের বিভিন্ন মসজিদে ইমাম ও খতিবরা আলা হযরত এর উক্ত ওরস শরীফে শরীয়ত, তরিকত, মারফত ও হাকিকতের উপর আলোচনা করেন।
ওরস শরীফে পবিত্র কোরআন তেলাওয়াত জিকির আসগার,হামদ নাতে রাসুল, দরুদ শরীফ, মিলাদ কিয়ামের মাধ্যমে অতিবাহিত হয়। বিশ্ব মুসলিম উম্মাহর বিরুদ্ধে ইহুদীদের চক্রান্ত থেকে মুক্তি, আমাদের দেশ ও জাতির শান্তি সমৃদ্ধিসহ সকল মমিন মুসলমানদের জন্য মোনাজাত করা হয়।