সৈয়দপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ২০ আগস্ট, ২০২৫, ০৮:৩৬ পিএম
সৈয়দপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নীলফামারীর সৈয়দপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখা বের করে এক বর্ণাঢ্য র‌্যালি। শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।

১৯ আগস্ট শহরের ফাইভ স্টার মাঠ থেকে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে অংশগ্রহণকারীরা বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি, জাতীয় ও দলীয় পতাকা নিয়ে অংশ নেয়। র‌্যালিতে নেতৃত্ব দেন জেলা কমিটি’র আহবায়ক ফরহাদ হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক জাহিদ ইকবাল আরমান, যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন, সদস্য-সচিব শফিকুল ইসলাম বাবু প্রমুখ।

র‌্যালি শেষে সৈয়দপুর শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ দলীয় কার্যালয়ের সামনে জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফরহাদ হোসেনের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি’ সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে জেলা বিএনপি’র সাধারন সম্পাদক শাহীন আকতার শাহীন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু ও জেলা বিএনপি’র স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আমজাদ হোসেন টিটু।

আপনার জেলার সংবাদ পড়তে