মান্দায় পরানপুর হাইস্কুলের প্রয়াত সভাপতির স্মরণ সভা

এফএনএস (নজরুল ইসলাম; মান্দা, নওগাঁ) : | প্রকাশ: ২১ আগস্ট, ২০২৫, ০৫:৩৫ পিএম
মান্দায় পরানপুর হাইস্কুলের প্রয়াত সভাপতির স্মরণ সভা

নওগাঁর মান্দা উপজেলার পরানপুর হাইস্কুলের এডহক কমিটির সভাপতি সাহাদৎ হোসেনের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির আয়োজনে আজ বৃহস্পতিবার দুপুরে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি এমএ মতিন।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন নওগাঁ জেলা জামায়াতের আমীর খন্দকার আব্দুর রাকিব, জামায়াতনেতা মাও. মোস্তফা আল আমিন, উপজেলা জামায়াতের আমীর ডা. আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামশুল ইসলাম বাদল, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল বাশার শামসুজ্জামান, রাজশাহী কলেজের সহকারী অধ্যাপক মুহা. আব্দুর রকিব, প্রধান শিক্ষক গোলাম সোরয়ার স্বপন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব ফয়েজ উদ্দিন আহমেদ, সহকারী শিক্ষক লাভলি আক্তার, ছাত্রদলনেতা হেলাল হোসেন হিল্লোল প্রমূখ।

শেষে প্রয়াত সভাপতি সাহাদৎ হোসেনের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

আপনার জেলার সংবাদ পড়তে