গাজীপুরের টঙ্গীতে ছেলেদের নামে সম্পত্তি লিখে না দেওয়ায় বাবাকে কুপিয়ে জখম করার জন্য অভিযোগ উঠেছে ওই ব্যক্তির দুই সন্তানের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বেলা সাড়ে বারোটার দিকে টঙ্গীর খরতৈল ব্যাংক পাড়া এলাকায়। আহত খোরশেদ আলম(৬৫) ওই এলাকার সিরাজুল ইসলামের ছেলে। অভিযুক্ত তার দুই ছেলেরা হলেন- দ্বীন ইসলাম (৩৮)ও মাহবুব( ৪০)। এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে খোরশেদের মাদকাসক্ত ছেলেরা তার বাবাকে সম্পত্তি লিখে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে আসছিল। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা নিয়ে তাদের মধ্যে তর্ক-বিতর্কের ঘটনা ঘটে। এক পর্যায়ে দ্বীন ইসলাম ও মাহবুব ধারালো অস্ত্র দিয়ে খোরশেদকে ঘাড়, মাথা, বুক ও পিঠসহ শরীরের বিভিন্নস্থানে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। এসময় তার ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আহত খোরশেদ আলমকে টঙ্গী আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করেন। টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, “ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন।”