চাঁদপুর সদর মডেল থানা পুলিশ কর্তৃক শহরের লেকের পাড়ে আল আমিন হত্যা মামলার মূল সন্দেহভাজন আসামী তুরাবুর রহমান প্রকাশ ছাবিদ প্রকাশ তুরাব গ্রেফতার হয়েছে।
চাঁদপুর পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম এর দিক নির্দেশনায়, অফিসার ইনচার্জ, মো. বাহার মিয়ার তত্ত্বাবধানে এসআই(নিরস্ত্র)/মো. নুরুল আলম এর নেতৃত্বে চাঁদপুর সদর মডেল থানার একটি চৌকস টিম ইং ২২/০৮/২০২৫ তারিখ চাঁদপুর সদর মডেল থানাধীন আদর্শ মুসলিম পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে চাঁদপুর মডেল থানার ,এফআইআর নং-৫১, তারিখ- ১৩ জুলাই, ২০২৫; জি আর নং-৬২৫, ধারা- ৩০২/৩৪ ঞযব চবহধষ ঈড়ফব, ১৮৬০; এর তদন্তে সন্দিগ্ধ আসামী তুরাবুর রহমান প্রকাশ ছাবিদ প্রকাশ তুরাব(১৭ বছর ০৪মাস), পিতা-মোঃ মিজানুর রহমান, মাতা-জেসমিন আক্তার, মৃধা বাড়ী, ০৬নং ওয়ার্ড, ০৩নং কল্যাণপুর ইউপি, বর্তমান সাং-আদর্শ মুসলিমপাড়া, মসজিদের উত্তর পাশে মোস্তুফা কামালের বাসার ভাড়াটিয়া, ০৮নং ওয়ার্ড, চাঁদপুর পৌরসভা, থানা ও জেলা-চাঁদপুর কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ প্রহরার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।