বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমি অনির্বাচিত সরকারের ব্যাপারে কোন মন্তব্য করতে চাই না, আমার কোনো প্রত্যাশাও তাদের কাছে নেই। এটা একটি সাময়িক সরকার। আমরা অপেক্ষা করছি একটি নির্বাচিত সরকারের জন্য। জনগণ আমাদের সমর্থন দিলে তার প্রস্তুতি আমরা আগেভাগে নিচ্ছি। যাতে প্রথমদিন থেকে বাংলাদেশের মানুষের পাশে আমরা দাঁড়াতে পারি।
বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে শুক্রবার (২৯ আগস্ট) সকালে বরিশাল বিভাগীয় ব্যবসায়ী ফোরামের আয়োজনে ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা উদ্বোধণ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেছেন, সবাই নির্বাচনের অপেক্ষায় রয়েছেন, নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। এ নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্র পুনঃপ্রবর্তিত হবে, বাংলাদেশের মানুষ তাদের মনের কথাগুলো বলতে পারবে। জনগণ তাদের প্রতিনিধি ও সরকার নির্বাচিত করতে পারবে, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। জনগনের ভোটের মাধ্যমেই নির্ধারিত হবে ভবিষ্যত সরকার।
তিনি বলেন, বিএনপি অর্থনীতিকে গণতন্ত্রায়ণ করার প্রক্রিয়ার অংশ হিসেবে প্রতিটি বিভাগে আমরা যাচ্ছি। অর্থনীতি আগে কিছু সীমিত লোকের হাতে ছিল, কিছু গোষ্ঠীর হাতে ছিল। আমরা অর্থনীতিকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চাই।