ঈদগাঁওতে কেন্দ্র পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত

এফএনএস (রেজাউল করিম; ঈদগাঁও, কক্সবাজার) : | প্রকাশ: ৩০ আগস্ট, ২০২৫, ০৬:০২ পিএম
ঈদগাঁওতে কেন্দ্র পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত

কক্সবাজারের ঈদগাঁও আলমাছিয়া ফাজিল (ডিগ্রী)  মাদরাসার নির্বাচনী কেন্দ্র পরিচালনা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ আগস্ট শুক্রবার রাত ৯ টায় শুরু হওয়া এ সভায় সভাপতিত্ব করেন কেন্দ্র পরিচালক মাস্টার আব্দুর রশিদ। প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শহিদুল আলম বাহাদুর।

বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সহ-সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোছাইন, কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র সরওয়ার কামাল, ঈদগাঁও উপজেলা জামায়াতের আমির মাওলানা ছলিম উল্লাহ জিহাদী, নায়েবে আমির মাওলানা ছৈয়দ নুর হেলালি এবং রামু উপজেলা জামায়াতের সেক্রেটারি আবু নঈম মুহাম্মদ হারুন।

এছাড়াও ছিলেন ঈদগাঁও উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি তৈয়ব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাস্টার ছৈয়দুল আলম, ঈদগাঁও ইউনিয়ন আমির অধ্যাপক মো. হাকিম আলী, ইউনিয়ন সেক্রেটারি মাওলানা সোলতান আহমদ, সহ-সেক্রেটারি লায়েক ইবনে ফাজেল, কেন্দ্র সচিব মোবারক হোসাইন, মাওলানা এনামুল হক ইসলামাবাদী, মাস্টার মনজুর আলম, মাওলানা আহমদ উল্লাহসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভা পরিচালনা করেন কেন্দ্র পরিচালনা কমিটির সহ-পরিচালক প্রভাষক ইউনুস বিন নজির। প্রধান অতিথি বলেন, সাম্য, ন্যায় ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সৎ ও আদর্শ লোকদের আগামী জাতীয় সংসদে নির্বাচিত করতে হবে। 

অন্য বক্তারা বলেন, প্রশিক্ষিত ও সুসংগঠিত কেন্দ্র কমিটির নেতৃত্বেই জয়- পরাজয় নির্ভর করে।

আপনার জেলার সংবাদ পড়তে