বরিশাল নগরীর কীর্তনখোলা নদীর বিআইডব্লিউটিএ লঞ্চ টার্মিনাল এলাকা থেকে আনুমানিক ৩৫ বছর বয়সের এক অজ্ঞাতপরিচয় যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ নদী থেকে ভাসমান যুবকের লাশ উদ্ধার করেন।
স্থানীয়রা জানিয়েছেন, নদীর তীরে লঞ্চ টার্মিনালের পাশে লাশ ভেসে থাকতে দেখে তারা দ্রুত থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন। মৃত ব্যক্তির পরনে ছিল একটি শার্ট ও ট্রাউজার। তবে এখনো তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
রবিবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে বরিশাল সদর নৌ-থানার ওসি অসিম কুমার সিকদার জানিয়েছেন, প্রাথমিকভাবে মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি পুরো বিষয়টি নিয়ে তদন্ত চলছে।