আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের বরিশাল সফরের পূর্বনির্ধারিত কর্মসূচি থাকলেও তিনি নির্ধারিত সময়ে আসেননি। শনিবার (৩১ আগস্ট) সকাল থেকে তার বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
বরিশাল জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশরাফুজ্জামান পলিন বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি জানান, আইন উপদেষ্টা কেন বরিশালে সফরে আসেননি সে বিষয়ে জেলা প্রশাসনের কাছে কোনো তথ্য নেই।
কর্মসূচি অনুযায়ী, রবিবার (৩১ আগস্ট) সকালে বরিশালে পৌঁছে তিনি লিগ্যাল এইড কার্যক্রম পরিদর্শন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ঘুরে দেখা, জেলা জজ আদালতের উন্নয়ন কার্যক্রম পর্যবেক্ষণ এবং সাম্প্রতিক আইনি সংস্কার নিয়ে বিচারকদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণের কথা ছিল।
এছাড়া ভোলাতেও তার সফরসূচি ছিলো। তবে সব কর্মসূচি শেষ মুহুর্তে বাতিল হয়ে যায়।