ববি প্রেসক্লাবের সাবেক সভাপতির ওপর হামলা

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ৩১ আগস্ট, ২০২৫, ০৪:৪৭ পিএম
ববি প্রেসক্লাবের সাবেক সভাপতির ওপর হামলা

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ক্যাম্পাস রিপোর্টার মাহাবুব হোসেনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গুরুত্বর আহতাবস্থায় তাকে শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে রবিবার (৩১ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবরে লিখিত আবেদন জমা দেওয়া হয়েছে।

শেবামেকে চিকিৎসাধীন ববিতে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সদ্য সাবেক শিক্ষার্থী এবং বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ক্যাম্পাস রিপোর্টার মো. মাহাবুব হোসেন বলেন, ২৯ আগস্ট দিবাগত রাত ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেটের বিপরীত পাশে দাঁড়ানোর সাথে সাথেই গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র মেহেদী হাসান ও তার ৭/৮ জন সহযোগীরা তার ওপর হামলা চালায়। এসময় হত্যার উদ্দেশ্যে তাকে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করা হয়েছে।

ববি'র সাংবাদিকতা বিভাগের প্রথম নির্বাচিত ভিপি মাহাবুব হোসেন আরও বলেন, হামলাকারীদের সাথে আমার কোন পূর্ব বিরোধ নেই। তারপরেও কেন তারা এ হামলা চালিয়েছে তা এখনও আমি জানি না। হামলার পর পরই পাশ্ববর্তী লোকজন  মুমূর্ষ অবস্থায় আমাকে উদ্ধার করে শেবামেক হাসপাতালে ভর্তি করেন।

অরাজনৈতিক সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের একজন সেচ্ছাসেবী আহত মাহাবুব হোসেন তার লিখিত আবেদনে হামলার ঘটনাটি সম্পূর্ণ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি নিজের জীবনের নিরাপত্তার দাবি করেন।

অভিযোগের ব্যাপারে জানতে অভিযুক্ত সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসানের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

তবে নাম প্রকাশ না করার শর্তে বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা বলেন, বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা পেলে নিয়মানুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।