নুরের ওপর হামলার প্রতিবাদে বরিশালে মহাসড়ক অবরোধ

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ৩১ আগস্ট, ২০২৫, ০৫:৩৭ পিএম
নুরের ওপর হামলার প্রতিবাদে বরিশালে মহাসড়ক অবরোধ

ঢাকায় গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে বরিশালের বাবুগঞ্জ উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় ঢাকা-বরিশাল মহাসড়কের রামপট্টি এলাকায় প্রায় একঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন নেতাকর্মীরা।

রবিবার (৩১ আগস্ট) দুপুরে মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার রামপট্টি এলাকায় উপজেলা গণঅধিকার পরিষদের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। মহাসড়ক অবরোধের ফলে দুই পাশে অসংখ্য যানবাহন আটকা পরে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নুরুল হক নুরের ওপর হামলায় জাতীয় পার্টি, সেনাবাহিনী ও পুলিশের যৌথ বাহিনী জড়িত। বক্তারা বলেন, প্রথমে পুলিশ ও সেনা সদস্যরা হামলা চালায়, এরপর জাতীয় পার্টির কর্মীরা নুরকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। 

তারা অভিযোগ করেন, নুর মাটিতে লুটিয়ে পড়ার পর লাল টি-শার্ট পরা এক যুবক তাকে বেধড়ক মারধর করেছে। পরবর্তীতে ওই হামলাকারীকে আটক করা হলেও ছেড়ে দেওয়া হয়।

বক্তারা এ হামলার প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করে বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত না হলে তারা আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করবেন।

বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বরিশাল জেলা গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. নুরুল আমিন, যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাজন মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক আশিক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক আল-আমিন হাওলাদার, বাবুগঞ্জ উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি শহিদুল ইসলাম আকাশ, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রিয়াদ, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আল-আমিন প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে