টাঙ্গাইলে পুলিশে চাকরি পেলো ৫০ জন

এফএনএস (টাঙ্গাইল) : | প্রকাশ: ১ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৪৯ এএম
টাঙ্গাইলে পুলিশে চাকরি পেলো ৫০ জন

টাঙ্গাইলে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, জুন-২০২৫ এর ফলাফল প্রকাশ করা হয়েছে। চূড়ান্তভাবে বিবেচিত প্রার্থীরা শতভাগ স্বচ্ছতার সাথে শুধুমাত্র ১২০ টাকা পোষ্টাল অর্ডার জমা দিয়ে স্বচ্ছ প্রক্রিয়ায় পরীক্ষার মাধ্যমে তারা বিবেচিত হয়েছেন। ৫০ জনকে মেধা তালিকায় চুড়ান্ত করা হয়েছে এবং ১০জনকে অপেক্ষমান হিসেবে নেয়া হয়েছে।

৩১ আগষ্ট রোববার সন্ধ্যায় টাঙ্গাইল পুলিশ লাইনস মাল্টিপারপাস শেডে নিয়োগ কমিটির সভাপতি টাঙ্গাইলের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ফলাফল ঘোষণা করেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি ঢাকা মো. মুনাদির ইসলাম চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার  (ট্রাফিক) গাজীপুর মাহবুবুর রহমানসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা।

পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বলেন, শতভাগ স্বচ্ছতার সাথে টাঙ্গাইলে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, জুন-২০২৫ এর নিয়োগ পরীক্ষা সম্পন্ন করা ফলাফল ঘোষণা করা হলো।

আপনার জেলার সংবাদ পড়তে