ভোটকেন্দ্র স্থানান্তরের পাঁয়তারা, বাবুগঞ্জে বিক্ষোভ কর্মসূচি পালন

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম; বাবুগঞ্জ, বরিশাল) : | প্রকাশ: ১ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৩৩ পিএম
ভোটকেন্দ্র স্থানান্তরের পাঁয়তারা, বাবুগঞ্জে বিক্ষোভ কর্মসূচি পালন

বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ছানিকেদারপুর ৯ নম্বর ওয়ার্ডে ভোট কেন্দ্র স্থানান্তরের অভিযোগে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় সাধারণ জনগণ।  সোমবার সকাল দশটায় কেদারপুর ইউনিয়নের ছানিকেদারপুর ভোট কেন্দ্রের সামনে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ২২ নং সানি কেদারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়  কেন্দ্রে ৯ নম্বর ওয়ার্ডের ভোটগ্রহণ হয়ে আসছে। কিন্তু সম্প্রতি সুগন্ধা নদীর চরে জেগে ওঠা দক্ষিণ ভূতের দিয়া (নতুনচর) এলাকার কিছু ভোটারের জন্য রাজনৈতিক প্রভাব খাটিয়ে কেন্দ্রটি অন্যত্র সরিয়ে নেওয়ার আবেদন করা হয়েছে, যা সম্পূর্ণ অনৈতিক ও উদ্দেশ্যমূলক বলে অভিযোগ তাদের।  

তারা আরও বলেন, মাত্র কয়েকশ’ ভোটারের সুবিধার জন্য হাজার হাজার ভোটারের দীর্ঘদিনের কেন্দ্র সরিয়ে নেয়া হলে ভোগান্তিতে পড়বেন সাধারণ মানুষ। বিক্ষোভকারীরা জেলা নির্বাচন কর্মকর্তার কাছে জমা দেয়া আবেদন বাতিল করে পূর্বের ২২ নং ছানি কেদারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়েই ভোট কেন্দ্র বহাল রাখার জোর দাবি জানান।  

স্থানীয়দের অভিযোগ, এটি একটি মহলের স্বার্থ সংশ্লিষ্ট ষড়যন্ত্রের অংশ, যা প্রতিহত করতে এলাকাবাসী ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানাচ্ছেন। তারা জানান, প্রয়োজনে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

এ বিক্ষোভ  কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ কাউছার হোসেন, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক  কামরুল ইসলাম, স্থানীয় সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা শামসুল হক শিয়ালী, সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আইয়ুব আলী বেপারী, সমাজসেবক বাবুল বেপারী, ফরিদ উদ্দিন হাওলাদার, মামুন হাওলাদার, মোহাম্মদ সাইফুল ইসলাম, মো: জাহিদুর রহমান মামুন, সমাজসেবক সবুজ হোসেন প্রমূখ। 

আপনার জেলার সংবাদ পড়তে