চাঁদপুরে স্মরণেরকালের বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে পহেলা সেপ্টেম্বর সোমবার দুপুর থেকে ব্যানার ফেস্টুনে সজ্জিত হয়ে হাজার হাজার নেতাকর্মী দলের প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালিতে অংশ নেয়।
জেলা বিএনপির দলীয় কার্যালয় সামনে থেকে সমাবেশ পরবর্তী র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। র্যালি পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনির চৌধুরী ও যুগ্ম সম্পাদক আক্তার হোসেন মাঝির যৌথ পরিচালনায় বক্তব্য জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভ্রেকট সেলি উল্যা সেলিম, রাখেন সহসভাপতি দেওয়ান শফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমু সালাম, এভোভোকেট জহির উদ্দিন বাবর, এডভোকেট হারুনুর রশিদ, শাহজালাল মিশন, আফজাল হোসেন, দপ্তর সম্পাদক হযরত আলী ঢালী।
এসময় উপস্তিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক এম এ হান্নান, চাঁদপুর জেলা বিএনপির সদস্য মাহবুবুর রহমান শাহীন, জেলা বিএনপির সহ সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, হুমায়ুন কবির প্রধান, ডি এম শাহজাহান, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মুনিরা বেগম চৌধুরী, মতলবের তানভির হুদা, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন, এডভোকেট শামছুল ইসলাম মন্টু, কোষাধ্যক্ষ আ. কাদের বেপারী, প্রচার সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, আইন বিষয় সম্পাদক এডভোকেট কোহিনুর বেগম, ছাত্র বিষয়ক সম্পাদক আক্তার হোসেন সাগর, শ্রম বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম বাদল, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা জসিম উদ্দিন, গণ শিক্ষা বিষয়ক সম্পাদক এডভোকেট জাকির হোসেন ফয়সাল, যুব বিষয়ক সম্পাদক বশির আহমেদ রিপন খান রিপন,
শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আলগীর আলম জুয়েল, জেলা জাসাসের আহবায়ক রোটরিয়ান কাজী মাইনুল হক জীবন, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সেক্রেটারী এডভোকেট নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পদক ফয়সাল আহমেদ বাহার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদ;মাঝি, সদস্য সচিব শামছুল আরেফিন খান, সিনিয়র যুগ্ম আহবায়ক শামছুল আলম সূর্য, জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ।
ব্ক্তারা বলেন, সবাইকে সজাগ থাকতে হবে। আমরা আমাদের শত্রু এখনো চিহ্নিত করতে পারিনি। এই বাংলার মাটিতে পিআর পদ্ধতি চলবে না। ফেব্রুয়ারিতে নির্বাচন হতেই হবে। এর যদি কোন ব্যর্তয় হয় তাহলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। এ চাঁদপুরের রাজপথ জামাত ও এনসিপির নয় বিএনপির নেতাকর্মীদের দখলে থাকবে। বিএনপি দীর্ঘ ১৭ বছর যাবৎ আন্দোলন সংগ্রামের মধ্যদিয়ে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠায় রাজপথে রয়েছে।
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির অংগসহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ছাড়াও চাঁদপুরের ৩০টির অধিক সাংস্কৃতিক সাংগঠনের শিল্পীরা অংশগ্রহন করেন।