গাজীপুরের কাপাসিয়া উপজেলা বিএনপির উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় অংশগ্রহণ করতে এসে অতিরিক্ত গরমের কারণে আব্দুল মজিদ নামে এক বিএনপি নেতা হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন। ষাটোর্ধ্ব ওই বিএনপি নেতা উপজেলার বারিষাব ইউনিয়নের ডাওরা বানারহাওলা গ্রামের মৃত আয়েছ আলীর পুত্র। উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা জানান, বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকালে উপজেলার বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার নেতাকর্মী 'ফকির মজনু শাহ্ সেতু'র পশ্চিম প্রান্তে সমবেত হন। পরে গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এসময় প্রচন্ড তাপদাহে হিটস্ট্রোকে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। এরমধ্যে বারিষাব ইউনিয়ন বিএনপির ৩ নং ওয়ার্ডের প্রবীণ নেতা আব্দুল মজিদ হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে বাড়ি ফিরে মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা রেখে গেছেন। মরহুমের জানাজা নামাজ বুধবার রাত ৯টায় বাড়ি এলাকায় সম্পন্ন হয়েছে। এছাড়া উপজেলার দূর্গাপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শিবলু আলম সোহেল এবং শ্রমিক দল নেতা আনোয়ার হোসেন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন আছেন। বিএনপি নেতা আব্দুল মজিদের আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা এবং বিএনপির সিনিয়র নেতা ফকির মোঃ মমতাজ উদ্দিন রেনু।