যশোরের ঝিকরগাছায় (৫ সেপ্টেম্বর) শুক্রবার দুপুরে প্রেসক্লাবের কমিটি গঠন করা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। কমিটিতে স্থান পেয়েছেন ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম এবং ঝিকরগাছা উপজেলা ওলামা লীগের সভাপতি অধ্যাপক ইদ্রিস আলী।
৫ সেপ্টেম্বর শুক্রবার সকালে ঝিকরগাছা প্রেসক্লাবে কিছু সদস্য নিয়ে প্রেসক্লাবের কমিটি গঠিত হয়েছে।কমিটিতে সভাপতি হয়েছেন রফিকুল ইসলাম (স্বশিক্ষিত) এবং সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম।
ঝিকরগাছা প্রেসক্লাবে আওয়ামী লীগের পদে থাকা নেতাদের নিয়ে কমিটি গঠন করায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। প্রেসক্লাবের সহ-সভাপতি পদে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম এবং উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এবং ওলামা লীগের সভাপতি ইদ্রিস আলীকে কমিটির দপ্তর সম্পাদক পদে অন্তর্ভুক্ত করায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
কমিটি গঠনে ডাকা হয়নি দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি ইলিয়াস উদ্দীন, এস টিভি ও দৈনিক মানবজমিনের প্রতিনিধি ইসমাইল হোসেন দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি মাসুদুর রহমান মাসুদকে।
দৈনিক মানবজমিনের প্রতিনিধি ইসমাইল হোসেন জানান, আমাকে কিছু না জানিয়ে কমিটির অন্তর্ভুক্ত করা হয়েছে। এটা দুঃখজনক। আজকের পত্রিকার প্রতিনিধি মাসুদুর রহমান মাসুদ জানান, শুক্রবার মিটিং এর দিন আমাকে ফোন করে ডাকা হয়েছিল।আমি সেখানে উপস্থিত হইনি।
দৈনিক আমাদের পত্রিকার প্রতিনিধি মোঃ ইলিয়াস উদ্দীন জানান, আওয়ামী লীগের শাসনামলের ১৭ বছরে নবগঠিত কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক আওয়ামী লীগের দালালি করেছে। আওয়ামী লীগের পক্ষ অবলম্বন করে আমার বসতবাড়ির সম্পত্তি দখল করে দিয়েছে। এখন তারা আওয়ামী লীগের পুনর্বাসনের দায়িত্ব নিয়েছেন।
ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম শফিউল আজম রুমি প্রতিক্রিয়ায় জানান, নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক আওয়ামী লীগের শাসনামলে তাদের সাথে আঁতাত করে আমার জমি দখল করে প্রেসক্লাব নির্মাণ করেছেন।
উপজেলা নির্বাহী অফিসার উপজেলা কমপ্লেক্সের মধ্যে নির্মাণাধীন ভবন দেখাশোনার জন্য একজন লোকের প্রয়োজনের কথা সাংবাদিক তরিকুল ইসলামকে জানিয়েছিলেন। সাংবাদিক তরিকুল ইসলাম সেখানে উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি রফিকুল ইসলামকে কাজ পাইয়ে দিয়েছেন। ঝিকরগাছা বাসী প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে আওয়ামী পুনর্বাসন কমিটি বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। অবিলম্বে এ কমিটি বাতিলপূর্বক আইন অনুযায়ী কমিটি গঠনের জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।